চট্টগ্রাম জেলার হাটহাজারীতে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত
গত ২৮ নভেম্বর ২০১৯ তারিখে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে এক ফসল কর্তন উৎসব ও মাঠ দিবসের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইং এর পরিচালক কৃষিবিদ ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম ফরহাদ, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপপরিচালক, ডিএই, চট্টগ্রাম এবং নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথি কৃষিবিদ ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক সংকট মোকাবিলা ও কৃষিকে লাভজনক করার উদ্যোগ হিসেবে কৃষিকে যান্ত্রিকীকরণ করা হচ্ছে। এ উদ্দেশ্যে সরকার বিশেষ ভর্তূকী মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন করার উদ্যোগ গ্রহন করেছে। উচ্চফলনশীল নব উদ্ভাবিত জাত সমূহ আবাদ ও সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে কৃষিকে লাভজনক করার বিষয়ে সকলকে মনযোগী হতে হবে। সভাপতির বক্তব্য ডিএই চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন আয়োজিত অনুষ্ঠানে স্বর্তস্ফুত অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং নব উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদনে সকলকে সচেষ্ট হওয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, স্থানীয় কৃষক - কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সাতশত অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।