Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০১৫

নকলায় আমন ধানের শস্য কর্তন অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2015-10-07

গত ৬ অক্টোবর ২০১৫ শেরপুর জেলার নকলা উপজেলায় স্থাপন কৃত আমন মৌসুমের ধানের বিভিন্ন জাতের প্রদর্শনী প্লটের শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর কর্তৃক স্থাপনকৃত এবং উপজেলা কৃষি অফিস, নকলা, শেরপুর কর্তৃক বাস্তবায়নকৃত এ প্রদর্শনী প্লটের শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শাহজাহান কবির, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা), ব্রি, গাজীপুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মো. আ. ছালাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর; মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য), শেরপুর; মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নকলা প্রমুখ।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর কর্তৃক উদ্ভাবিত ধানের নতুন জাতগুলো সম্পর্কে কৃষকদের মাঝে পরিচিত করা এবং সম্প্রসারণ করা ছিল এই প্রদর্শনী প্লট স্থাপনের উদ্দেশ্য। স্থাপনকৃত প্রদর্শনী প্লটে রোপণকৃত ধানের নতুন জাতগুলোর মধ্যে ছিল ব্রিধান৪৯, ব্রিধান৫২, ব্রিধান৫৬, ব্রিধান৬২, ব্রিধান৬৬,  হাইব্রিড ধান ৪ এবং নেরিকা মিউটেন। শস্য কর্তন কার্যক্রম শেষে এর হেক্টরপ্রতি ফলন নির্ধারণের পর এর ফলাফলের ওপর পর্যালোচনায় ব্রিধান৬৬ এবং নেরিকা মিউটেনের ফলন সবচেয়ে বেশি পাওয়া গেছে বলে প্রতীয়মান হয়। এ দুইজাতের ফলন মাত্রা এবং উৎপাদনকাল দেখে স্থানীয় কৃষকগণ খুবই সন্তুষ্ট হন। জাত দু’টোতে হেক্টরপ্রতি ফলন যথাক্রমে ৫.৫০ টন এবং ৫.২৫ টন পাওয়া যায়। উপজেলার টালকী ব্লকের সালুয়া গ্রামে স্থাপিত উক্ত প্রদর্শনী প্লটটি উপজেলা কৃষি অফিসার জনাব হুমায়ুন কবীরের নির্দেশনায় এবং উপসহকারী কৃষি অফিসার মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।