কন্দাল ফসর উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বুড়িরহাট, রংপুর সেমিনার কক্ষে গত ৯ মার্চ/২০২১ খ্রি. তারিখে প্রকল্প পরিচালক, কৃষিবিদ মো: মোখলেছুর রহমানের সভাপত্বিতে মান সম্পন্ন রপ্তানীযোগ্য কন্দাল উৎপাদনের উপর দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খন্দকার আ: ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী,ঢাকা হতে আগত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: সামছুল আলম, অত্র ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিস কুমার । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কন্দাল ফসল আলু বিদেশে রপ্তানী করতে হলে অবশ্যই মান সম্পন্ন এবং রপ্তানীকৃত দেশের চাহিদা মাফিক আলু উৎপাদন করতে হবে। এজন্য আলু উৎপাদনকারী কৃষক, উদ্যোক্তা, আলু রপ্তানীকারক, কৃষি সম্প্রসারণ বিভাগ, গবেষণা এবং বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএডিসি কে সমন্বিতভাবে কাজ করতে হবে । এক্ষেত্রে আলুর গুনগতমান নিশ্চিতকরণের পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্যতা বিষয়টিও নিশ্চিত করতে হবে । প্রশিক্ষণে উপস্থিত সকলেই একযোগে কাজ করার অঙ্গীকার করেন। ঢাকা হতে আগত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: সামছুল আলম বলেন, এ বছর সরকার এক লক্ষ মেট্রিক টন বিদেশে রপ্তানী করবেন। এছাড়াও, তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, মান সম্পন্ন আলু উৎপাদন করতে পারলে আগামীতে আরও বেশি পরিমাণে রপ্তানী করা সম্ভব । শুধু আলু নয়, অন্যান্য ফসল, যেমন- কচির লতি, মূখী কচু, করলা, শষা, পটল, ইত্যাদি। উল্লেখ্য যে, এ প্রশিক্ষণে উদ্যোক্তার পাশাপাশি, কৃষক, আলু রপ্তানীকারক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।