বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের BAU-GPC and crop Division,BARC,
কর্তৃক আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টারের প্রশিক্ষণ কক্ষে ২৯নভেম্বর,২০২০ খ্রি: PCRG(BAU-Part) কর্তৃক উদ্ভাবিত ফসলের বীজ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেসবাহুল ইসলাম ,সচিব, কৃষি মন্ত্রণালয়। সভাপতিত্ত্ব করেন প্রফেসর ড:মো: আবু হাদী নূর আলী খান , পরিচালক, বাউরেস, বাকৃবি, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হাসানুজ্জামান কল্লোল , অতিরিক্ত সচিব, সম্প্রসারন উইং কৃষি মন্ত্রণালয়, ড.শেখ মো. বখতিয়ার সম্মানিত নির্বাহী চেয়ারম্যন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, মো.আসাদুল্লাহ , মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ড.মো.নাজিরুল ইসলাম, মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট, ড.মিয়া সাইদ হান্নান, পরিচালক, সার্ক কৃষি কেন্দ্র, ড.মো. হারুনুর রশীদ, পরিচালক ,PLU-BARC.,ড. এ.কে.এম জাকির হোসেন ছাত্র বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন , আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা কালীন অবস্থায়ও আমাদের কৃষক গন অক্লান্ত পরিশ্রম করে উৎপাদন অব্যাহত রেখেছে। যার কারনে তিনি বলেন, “কৃষকের সাথে থাকুন কৃষকের পাশে থাকুন”।
আমাদের খাদ্য শষ্যের ঘাটতি নেই কিন্তু পুষ্টির দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তাই প্রতিদিন আমাদের নিয়মিত ফল খাওয়া উচিত। বিভিন্ন কারনে আমাদের দেশিয় ফল অনেকটা বিলুপ্তির কারন হলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টার প্রায় দেশি বিদেশি ফল শাক-সবজি সহ প্রায় সাড়ে এগার হাজার প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করে রেখেছে। প্রফেসর ড.মো: আব্দুর রহিম, বিভাগীয় প্রধান কৃষি অণূসদ বাকৃবি, ময়মনসিংহ এর অক্লান্ত পরিশ্রম ও তত্বাবধানে গড়ে উঠেছে । উক্ত অনুষ্ঠানে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার কৃষক/কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রকার কন্দাল ফসলের বীজ ও চারা বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষকগণ , বারি ,বিনা ও ডিএই এর কর্মকর্তাগণ সহ মিডিয়া প্রতিনিধি , সাংবাদিক ও এআইএস এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান শেষে বিকাল ৩.৩০ টায় সচিব মহোদয় ডিএই এর আঞ্চলির কার্যালয় ,ময়মনসিংহের সভাকক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাষক ও কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহন করেন।