Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২০

কুমিল্লায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশ গ্রহণে সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-06-22

 

করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে। এ অবস্থাকে মোকাবেলা করার জন্য কৃষি বান্ধব সরকারের বিভিন্ন টেকসই পরিকল্পনা অব্যাহত রয়েছে। সে ¯্রােত ধারায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র,(বিনা) কুমিল্লা এর কার্যক্রম উল্লেখযোগ্য। ইতি মধ্যে বিনা কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসল বিশেষ করে জিংক ও আয়রনসমৃদ্ধ ধান, সরিষা, সয়াবিন, বিনা তিল, লেবুসহ নানা প্রকার ফসল অধিক ফলনশীল হওয়ায় কুমিল্লা অঞ্চলের কৃষকদের কাছে সাড়া জাগিয়েছে। বিনা কর্তৃক গবেষণা কার্যক্রম আরো গতিশীল, সচ্চতা এবং জবাবদিহিতা বাস্তবায়নের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, বীজ ও সার ডিলার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ বিনা উপকেন্দ্র, কুমিল্লা এর বিজ্ঞানীগণের সমন্বয়ে এবং আয়োজনে, ২২/০৬/২০২০ তারিখে বিনা’র হল রুমে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশ গ্রহণে সভা অনুষ্ঠিত হয়। বাংলার মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাস্তবায়ন করে অধিক উৎপাদিত ফসল বিদেশে রপ্তানী করে দেশের সার্বিক অবকাঠামোকে বৃদ্ধি করা সভার উদ্দেশ্য।
উক্ত সভায় ড. মো. হায়দার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লা এর  সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(বারি), কুমিল্লা; ড. মোহাম্মদ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা; মো. হাবিবুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা; কৃষিবিদ মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা কৃষি অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা। স্বাগত বক্তব্য রাখেন-কৃষিবিদ আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন কাজী তাহামিনা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। প্রযুক্তিগত সার্বিক সহযোগীতা করেন- কৃষিবিদ অর্পিতা সেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা; তৌফিকা হোসেন শাবি, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা।