Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ অক্টোবর ২০২০

কুমিল্লায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা


প্রকাশন তারিখ : 2020-10-22

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর বাস্তবায়নে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আর্থিক সহযোগীতায়, ২১/১০/২০২০ তাারিখে, বিএআরআই, কুমিল্লা এর হল রুমে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায়  কুমিল্লা অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা অংশগ্রহন করেন।

 

কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- কৃষিবিদ মো: আব্দুল মুঈদ, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কৃষিবিদ মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, প্রশাসন ও অর্থ, ডিএই, খামারবাড়ি, ঢাকা। সভাপতির বক্তব্য রাখেন- কৃষিবিদ  মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন- কৃষিবিদ মো. রবিউল হক মজুমদার, উপপরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া; কৃষিবিদ সুরজিত চন্দ্র দত্ত, ডিএই, কুমিল্লা; কৃষিবিদ মো. আব্দুর রশীদ, ডিএই, চাঁদপুর। স্বাগত বক্তব্য রাখেন-কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, উপপ্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে  উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প। সঞ্চালনা করেন-  কৃষিবিদ মোহাম্মদ আমানুল ইসলাম, মনিটরিং অফিসার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে  উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল।