কৃষি সুরক্ষার পাশাপাশি দরকার ‘করোনা’ সম্পর্কে সচেতনতা বাড়ানো
প্রকাশন তারিখ
: 2020-04-23
কৃষি সুরক্ষার পাশাপাশি দরকার ‘করোনা’ সম্পর্কে সচেতনতা বাড়ানো। মাঠে দন্ডায়মান ফসলের প্রতি সর্বোচ্চ দৃষ্টি দেয়া প্রয়োজন। কোনো রোগপোকার আশঙ্কা থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলেই ফসলের উৎপাদন হবে আশানুরূপ। ২৩ মার্চ বরিশালের খামারবাড়িস্থ ডিএই অতিরিক্ত পরিচালকের কক্ষে বিভাগীয় মাসিক সভায় সভাপতির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন এসব কথা বলেন।
অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম এবং এর অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ডিএই, কৃষি তথ্য সার্ভিস, হর্টিকালচার সেন্টার, এসসিএ এবং এটিআইর কর্মকর্তা উপস্থিত ছিলেন।