Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২১

দিনাজপুর অঞ্চলে আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ বিতরণ


প্রকাশন তারিখ : 2021-06-20


বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৬৬.৫৯ মিলিয়ন; ১.২৬% বৃদ্ধি হারে ২০৩০ সালে যা বেড়ে দাঁড়াবে ১৮৯.৮৮ মিলিয়ন। এই বর্ধিষ্ণু জনসংখ্যার জন্য প্রতিবছর ৩.৩০ লক্ষ মেট্রিক টন চাল অতিরিক্ত উৎপাদন করতে হবে। অন্যদিকে কৃষি জমির পরিমাণ, জমির উর্বরতা, ভূগর্ভস্থ পানিসহ প্রাকৃতিক সম্পদ এবং কৃষি শ্রমিক ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এছাড়া পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবেলা করে ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে দেশে ধানের চাহিদা মেটানোর ক্ষেত্রে আশঙ্কা দেখা দিয়েছে। ধান উৎপাদনে সীমিত সম্পদ ব্যবহার করে টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে ফলন বাড়ানো তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ করা কৃষি সংশ্লিষ্ট বিভাগগুলোর অন্যতম লক্ষ্য। এ প্রেক্ষিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয় রংপুর কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাবকি গ্রামে আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত প্রশিক্ষণে উপস্থিত ৬০ জন কৃষককে দিনাজপুর অঞ্চলে চাষাবাদের উপযোগী আধুনিক ধানের জাত পরিচিতি, চারা উৎপাদন কৌশল, রোপণ পদ্ধতি, সার, রোগ, পোকামাকড় ও আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় । উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে অত্র এলাকার কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত ব্রি ধান৩৪, ব্রি ধান৭০, ব্রি ধান৮৭ ও ব্রি ধান৯০ জাতের মোট ১১৫০ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয় । বিরল উপজেলার সন্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু এর সভাপতিত্ব উক্ত কৃষক প্রশিক্ষণ ও কৃষক সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুধেন্দ্র নাথ রায়, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দিনাজপুর জেলার উপপরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ এবং বিরল উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ কাওসার আহমেদ। প্রশিক্ষণ প্রদান করেন ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের সিনিয়র সাইন্টিফিক অফিসার ও প্রধান জনাব মোঃ রকিবুল হাসান । আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরল এবং ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধি সহ স্থানীয় কৃষকগণ। সার্বিক সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ জনাব মশিউর রহমান, এইও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিরল এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব তপন কুমার রায়, বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুর।