Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০২০

রাজশাহীতে কৃষি পঞ্জিকার মোড়ক উন্মোচন


প্রকাশন তারিখ : 2020-07-21

রাজশাহীতে গত ২১/০৭/২০২০ ইং তারিখে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্-এর লিখিত কৃষিপঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজশাহী কলেজিয়েট স্কুলের সভাকক্ষে সামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক পি. কে. মতিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ তসিকুল ইসলাম, রাজশাহী আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ–হিল-কাফি, তানোরের স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উপ-প্রধান ভেটেনারি অফিসার হেমায়েতুল ইসলাম, পবা উপজেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হোসেন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নূর জাহান বেগম, রাজশাহী বেতারের অঞ্চলিক পরিচালক হাসান আখতার, জেলা ক্রীড়া কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক তসিকুল ইসলাম, শাহ কৃষি তথ্যপাঠাগার ও জাদুঘরের উপদেষ্টা আব্দুর রোকন ।

অনুষ্ঠানের শুরুতেই জাহাঙ্গীর আলম শাহ্ পঞ্জিকাটি সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। অনুষ্ঠানের  বক্তারা বলেন, আমাদের দেশের চাষের জমির ওপরে পৃথিবীর জ্ঞানের আলো ফেলার দিন এসেছে রবি ঠাকুরের এই কআজ সত্য । শুধু কৃষক নয়, শিক্ষক, শিক্ষার্থী, কৃষিবিজ্ঞানি-সবারই এই কৃষি পঞ্জিকার প্রয়োজনূয়তা আছে।  একজন কৃষককে গবাদি পশুপালন,  জমিতে ফসল ফলানো ও মৎস্য চাষের জন্য কখন কোন কাজটি করতে হবে-এই বইয়ে তার বিবরণ রয়েছে। এমকি বর্তমান কৃষি বান্ধব সরকারের ডিজিটাল কৃষি বা ই-কৃষির বিভিন্ন কার্যক্রম যেমন চাষাবাসের  মোবাইল অ্যাপস ভিত্তিক প্রযুক্তির ব্যবহারও  এই পঞ্জিকায় তুলে ধরা হয়েছে। আমাদের আদিম চাষ পদ্ধতি ধাপে ধাপে আধুনিক হয়েছে। পঞ্জিকাটি কৃষি ও কৃষকের নানাবিধ কর্মপ্রয়াসের একটি অমূল্য দলিল হিসেবে কাজ করবে বলে আশা করেন।