Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুলাই ২০২০

কুমিল্লা লালমাই উপজেলায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর উদ্যোগে কৃষকদের মাঝে উন্নত জাতের ফলের চারা-কলম বিতরণ


প্রকাশন তারিখ : 2020-07-19

 

ফলদ ও বনজ বৃক্ষ আমাদের পরম বন্ধু। ফুল, ফল, কাঠ আমরা এ বৃক্ষ থেকেই পেয়ে থাকি। শুধু তাই নয় আমাদের বেঁচে থাকার জন্য প্রতি মূহুর্তে যে অক্্িরজেন গ্রহন করি তা আমরা এ বৃক্ষ থেকেই গ্রহন করি। আমরা প্রতিদিন যাই খেয়ে থাকি তার সাথে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। শরীরের রং ফর্সা করে। মেধা বিকাশে সহায়তা করে। এ জন্য পুষ্টি বিজ্ঞানীরা বলেন- একজন মানুষ প্রতিদিন ২০০ গ্রাম ফল খাওয়া উত্তম। দেশের প্রতিটি খালি জায়গায় ফলের চারা রোপন করে এ চাহিদা মিটানো সম্ভব।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, সেই লক্ষ্যে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ কল্পে বিনামূল্যে কৃষকদের মাঝে সবজি ও ফলের চারা বিতরণ কর্মসূচি এর আওতায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়,(এসআরডিআই) কুমিল্লা এর আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমাই, কুমিল্লা এর সহযোগীতায়। আলীশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ১৯/০৭/২০২০ তারিখে ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রতিজনকে ৫ টি করে ফলের চারা বিতরণ করা হয়। ফলের চারা বিতরণ করেন- কৃষিবিদ মো. জালাল উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা।

চারা বিতরণের পূর্বে, ফল গাছের গুরুত্ব ও ফলের গুরুত্ব সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। এ সময় আরো বক্তব্য  রাখেন- কৃষিবিদ মো. জুনায়েদ কবির খান, উপজেলা কৃষি অফিসার, লালমাই, কুমিল্লা; কৃষিবিদ তৌফিকা তাহেরী, বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই, কুমিল্লা; মো. আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, লালমাই, কুমিল্লা; মো. মোসলেউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা,  লালমাই, কুমিল্লা;  মো. জহিরুল কাইয়ুম, উপসহকারী কৃষি কর্মকর্তা, লালমাই, কুমিল্লা । সঞ্চালনা করেন- মো. জিয়াউল করিম, উপসহকারী কৃষি কর্মকর্তা, লালমাই, কুমিল্লা