Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০২৪

কৃষি উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশন তারিখ : 2024-11-10


 
তারিখ: ১০.১১.২৪

আজ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.) এর সাথে রাজধানীর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার(ভারপ্রাপ্ত)  মিজ নার্ডিয়া সিম্পসন। 
শুরুতে কৃষি উপদেষ্টা হাইকমিশনার ও তাঁর প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি,  কৃষি পণ্য রপ্তানি,  কারিগরি প্রশিক্ষণ,  গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কৃষি উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার সাথে আমাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে শাক সবজি,  আম এসব রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষিখাতের পরিধি অনেক, আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে বলে উপদেষ্টা যোগ করেন। উপদেষ্টা কৃষি বিষয়ে গবেষণা জোরদারে অস্ট্রেলিয়াকে গবেষকদের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দিতে প্রতিনিধিদলকে বলেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণেও সহযোগিতা আশা করেন। মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জনগোষ্ঠীর সংখা ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায়  নেয়ার জন্যও বলেন।
হাইকমিশনার কৃষি পণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট  প্রটোকল মেনে পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। 
হাইকমিশনার কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরও সহযোগিতা বাড়ানোর কাজ করবেন বলে জানান। এসময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।