Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০১৫

কৃষকদের উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে


প্রকাশন তারিখ : 2015-11-29

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর বড়ুয়া পাড়া আদর্শ কৃষক সমবায় সমিতির সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান কাটার যন্ত্র রিপার বিতরণ ও আমন ধান কাটার মাঠ দিবসে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সকরকার। এ সরকার কৃষির উন্নায়নের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের এ মহতী উদ্যোগের কারনে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও অতিরিক্ত খাদ্য রপ্তানী করে দেশের জাতীয় অর্থনীতি সমৃদ্ধি করছে। স্থানীয় দিঘি সংলগ্ন মাঠ চত্বরে কৃষকদের মাঝে রিপার বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কেশব কুমার বড়ুয়া । এ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, হাটহাজারী বিশ্ববিদ্যাল কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আবদুল্লাহ ওয়াহেদ, কৃষি প্রকৌশলী আবদুল আহাদ। এছাড়াও আরো অনেক গন্যমান্য ব্যক্তি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কৃষকদের মাঝে রিপার বিতরণ করেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম, এমপি