Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০১৫

রাজশাহী অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের মাঠ পরিদর্শন


প্রকাশন তারিখ : 2015-08-26

 

২৬ আগস্ট ২০১৫ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কৃষিবিদ মো: হামিদুর রহমান তাঁর রাজশাহী অঞ্চল সফরের অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রাজাবাড়িহাট সংলগ্ন রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পার্শ্বে চাপাল মাঠে রোপা আমন ফসলের বিভিন্ন প্রদর্শনী প্লট সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। এসব কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করে উপস্থিত কর্মকর্তাদের এভাবে প্রত্যন্ত এলাকার কৃষকের মাঠে এ প্রযুক্তিগুলো ছড়িয়ে দেয়ার উদাত্ত আহ্বান জানান। মহাপরিচালক মহোদয় তাঁর বক্তব্যে কৃষিতে বর্তমান জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন পন্থা তুলে ধরেন। তিনি মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ব্যবহার, শস্য নিবিড়তা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি সম্প্রসারণবিদদের আরও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যেতে বলেন, যাতে খাদ্য নিরাপত্তা ধরে রাখা যায়। তিনি কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন এবং তা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তাদের সজাগ থাকতে আহবান জানান। এরপর তিনি একই উপজেলার সরমংলায় বিএমডিএ-এর সেচের পানি সংরক্ষণাগার পরিদর্শন শেষে নাচোল হয়ে নওগাঁ জেলার উদ্দেশে রওনা দেন।

 

এর আগে মহাপরিচালক মহোদয় প্রধান অতিথি হিসেবে ২৫ আগস্ট ২০১৫ নাটোর জেলার হর্টিকালচার সেন্টারে এনএটিপি প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া  অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আবুল হোসেন এবং এনএটিপি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ খালেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ  মোহাম্মদ ফজলুর রহমান।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর সহ বীজ প্রত্যয়ন এজেন্সীর  প্রায় ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।