Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০১৬

‘আমরা খুবই আত্মবিশ্বাসী যে, এখন কেউ না খেয়ে মরবে না’


প্রকাশন তারিখ : 2016-03-06

মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কৃষি সেক্টরের ধারাবাহিক অগ্রগতির বিষয় উল্লেখ করে বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আমরা খুবই আত্মবিশ্বাসী যে, এখন কেউ না খেয়ে মরবে না। বর্তমান সরকার নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে, তা মাঠে প্রয়োগে এবং কৃষকের চাহিদামত উপকরনের যোগান দিতে সর্বদা তৎপর। তিনি বলেন, কৃষি উন্নয়নের সব রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রমহ্রাসমান জমি থেকে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আধুনিক যুগের সম্প্রসারণ কর্মী, ট্রেডিশনাল নয়। বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাটির স্বাস্থ্য ভাল রাখতে হবে। নইলে মাটিই আমাদেরকে বঞ্চিত করবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর অডিটরিয়ামে গত ৪ মার্চ, ২০১৬ খ্রিঃ এসিআই ফর্মুলেশনস লিমিটেড আয়োজিত Yield Booster “Flora” শীর্ষক টেকনিক্যাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ চৈতন্য কুমার দাস, পরিচালক, সরেজমিন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এবং কৃষিবিদ মো. আহসান উল্লা, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইসস্টিটিউট, শেরপুর। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ড. লোগানাথান, জেনারেল ম্যানেজার, ডেভি ক্রপ সায়েন্স প্রাঃ লিঃ ইন্ডিয়া। পরিচালক, সরেজমিন বিভাগ কৃষিবিদ চৈতন্য কুমার দাস বলেন, আমরা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে থাকি। মাঠ পর্যায়ের সকল জি ও, এন জি ও দের ভাল কাজকে সমর্থন করে থাকি। এসিআই কর্তৃক উদ্ভাবিত প্রোডাক্ট “ফ্লোর্রা” এর ফসল উৎপাদনের ক্ষেত্রে ভাল দিকগুলোর জন্য আমরা সমর্থন করছি। অনুষ্ঠানের সভাপতি ডিএই ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ অমিতাভ দাস বলেন, ফসল উৎপাদনের ক্ষেত্রে ফ্লোরা পণ্যটি কার্যকর বলে এটি ব্যবহারের উদ্যোগ নেয়া যেতে পারে। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ডেভি ক্রপ সায়েন্স প্রা.লিঃ ইন্ডিয়া এর জিএম মি. লগুনাথান। তিনি এসিআই উদ্ভাবিত Yield Booster “Flora” ফসল উৎপাদন বৃদ্ধিতে কি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে তা ব্যাখ্যা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুর এর অধ্যক্ষ কৃষিবিদ আহসান উল্লা; অতিরিক্ত পরিচালক (অব.) ড. আবুল হোসেন এবং ফ্লোরা ব্র্যান্ড ম্যানেজার, এসিআই, কৃষিবিদ আনোয়ারুল হক। অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের জেলা ও উপজেলা সমূহের কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ফ্লোরা ব্যবহারকারী কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।