মাটির নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণের ওপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ২২ নভেম্বর বরিশালের এসআরডিআই’র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।
তিনি বলেন, ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে সেবাগ্রহীতাদের জন্য উপযোগি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, যা শস্য উৎপাদন বৃদ্ধির জন্য জরুরি। এর মাধ্যমে জমি হতে আশানুরূপ ফলন পাওয়া যাবে। পাশাপাশি হবে অর্থ, শ্রম এবং সময়ের সাশ্রয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই’র উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন এবং ঝালকাঠির রমজানকাঠি কৃষি কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহি, এসও ইসরাত জাহান প্রমুখ। প্রশিক্ষণে ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।