সারাদেশের মত চট্টগ্রাম অঞ্চলেও কৃষকের বসতবাড়িতে একে একে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। কৃষি মন্ত্রণালয় ঘোষিত খরিপ-১/ ২০২০-২১ মৌসুমের প্রণোদনার আওতায় চট্টগ্রাম অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বসতবাড়ির আঙ্গিনায় স্থাপিত হয়েছে ১৪,২৪০ টি পারিবারিক সবজি বাগান। বাগানগুলো তৈরি হয়েছে বসতবাড়িতে সবজি চাষের উৎপাদন মডেল - কালিকাপুর মডেলের আদলে। পারিবারিক সবজি-পুষ্টি বাগান গড়ে তুলতে এসব বাগানের কৃষক প্রতি সর্বমোট ২৬৩৫ টাকার প্রণোদনা দেওয়া হয়েছে । ইতিমধ্যে বসতবাড়ির সবজি বাগান থেকে কৃষক-কৃষাণীরা শাকসবজি আহরণ করা শুরু করেছেন। উৎপাদিত সবজি দিয়ে তারা নিজেদের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি উদ্ধৃত্ত শাকসবজি স্থানীয় বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষ্যে এবং করোনা কালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সরকারী প্রণোদনায় বাস্তবায়িত পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে কৃষকের পুষ্টি নিরাপত্তা অর্জিত হওয়ার পাশাপাশি তা দেশের খাদ্য নিরাপত্তায় ইতিবাচক প্রভাব রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।