কৃষি তথ্য সার্ভিসের গৌরবময় পথচলার অংশীদার কৃষিকথা। তথ্য ও প্রযুক্তির যুগে কৃষক-কৃষানী, সম্প্রসারনকর্মী, ছাত্র-ছাত্রীসহ আপামর কৃষিজীবিদের মাঝে কৃষি তথ্য বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনটি পৌঁছে দেয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর কৃষিবিদদের ২৮ জানুয়ারি ২০২১ খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে সংবর্ধনা দেয়া হয়। ১৪২৬ বঙ্গাব্দে ৫০০ জন এর অধিক কৃষিকথার গ্রাহক সংগ্রহ ও মাঠ পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করায় কৃষিবিদ মোঃ নাসরুল মিল্লাত, উপজেলা কৃষি কর্মকর্তা, ফকিরহাট এবং কৃষিবিদ ঋতুরাজ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা, চিতলমারী কে কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক, ডিএই, বাগেরহাট, কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি), ডিএই, বাগেরহাট, কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ডিএই, বাগেরহাট, কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খুলনা, কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এবং বাগেরহাট জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারন কর্মকর্তাগন।