Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২৪

কৃষি উপদেষ্টার সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশন তারিখ : 2024-11-21


 
তারিখ: ২১ নভেম্বর ২০২৪

আজ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.) এর সাথে রাজধানীর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন  সৌজন্য সাক্ষাৎ করেন।
শুরুতে কৃষি উপদেষ্টা রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে, কৃষি যান্ত্রীকিকরণ, কৃষি পণ্য রপ্তানি, উন্নত জাতের তুলা চাষ ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
রাষ্ট্রদূত বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। দেশের টেক্সটাইল যন্ত্রপাতি ও কেমিকেলের অন্যতম সরবরাহকারি তুরস্ক। 
 কৃষিক্ষেত্রেও তুরস্কের কাজের আগ্রহ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের অন্যতম তুলা উৎপাদনকারি দেশ হিসেবে এ বিষয়ে তাদের দক্ষতা রয়েছে।  বাংলাদেশের তুলা উন্নয়নে গবেষণাগার স্থাপন ও উন্নত তুলার ভ্যারাইটি উদ্ভাবনে তাঁর দেশ সহযোগিতা করছে।
রাষ্ট্রদূত কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক কৃষি ব্যবস্থা অনেকাংশেই যন্ত্র নির্ভর হয়ে গেছে।  বাংলাদেশ চাইলে তাঁরা এ বিষয়ে কাজ করতে আগ্রহী। 
কৃষি উপদেষ্টা দেশের কৃষিখাতে তুরস্কের সহযোগিতা আশা করে বলেন, আমরা ইতোমধ্যে চীনসহ বিভিন্ন উৎস হতে কৃষি যন্ত্রপাতি আমদানি করছি, তুরস্ক এ খাতে বিনিয়োগ করতে পারে। আমাদের দেশে কারখানা স্থাপন করলে এ খাত সমৃদ্ধ হবে। 
বড় বড় কোম্পানি এখানে বিনিয়োগ করতে পারে,  এগ্রিকালচার লজিস্টিক,  প্রসেসিং খাত দেশে বিকাশমান। দেশ থেকে ফলমূল ও সবজি আমদানির বিষয়েও উপদেষ্টা রাষ্ট্রদূতে দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।