Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০১৫

জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ময়মনসিংহে রূপসী বাংলা সমবায় সমিতির উদ্যোগে ফলজ বৃক্ষ রোপণ


প্রকাশন তারিখ : 2015-08-20

জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গত ২০ আগস্ট ময়মনসিংহে একটি বেসরকারী সংগঠন ‘রূপসী বাংলা সমবায় সমিতি লিঃ ’শহরের একটি রাস্তার ধারে ফলজ বৃক্ষ রোপণ করে। ‘আসুন গাছ লাগাই’ শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি গতকাল কাঁচিঝুলী বাজার থেকে পুলিশ সুপার এর বাস ভবন সংলগ্ন সড়ক পর্যন্ত রাস্তার ধারে বিভিন্ন জাতের ফল গাছের চারা রোপণ করে। জেলা প্রশাসন, বন বিভাগ, কৃষি বিভাগ এর সহযোগিতায় এবং বৃক্ষ রোপণ উপ কমিটির ব্যবস্থাপনায় রূপসী বাংলা সমবায় সমিতি লিঃ এই মহতী কার্যক্রম বাস্তবায়ন করে।

সাংবাদিক এ এইচ এম মোতালেব এর সৌজন্যে উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। তিনি বলেন, পরিবেশ উন্নয়নে জীব বৈচিত্রের জগতে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অধিক হারে বৃক্ষ রোপণ করতে হবে। আগে শুনেছি পানিই জীবন। কিন্তু বর্তমানে বলা হচ্ছে গাছই জীবন। যদি গাছ না থাকে, আমরা কেউ বাঁচব না। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে। এজন্য গাছকে বলা হয় অক্সিজেন ফ্যাক্টরী। কাজেই গাছের প্রতি যত্ন হোন। আসুন সবাই মিলে দেশে এবং অত্র জেলার পরিবেশ রক্ষায় বিপুল পরিমান বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনি তৈরি করি। তিনি এ ধরনের মহতী উদ্যোগের জন্য আয়োজক সংগঠনকে অভিনন্দন জানান। আগামীতে আরও অন্যান্য সমাজসেবা মূলক সংগঠন গুলোকেও এ ধরণের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, নির্বাহী পরিচালক আবুল হোসেন, ময়মনসিংহ জেলা সংবাদদাতা দৈনিক খবর এ এইচ এম মোতালেব, মিজানুর রহমান সোহাগ প্রমুখ।