গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে গত ০১/০৯/২০২০ ইং তারিখে উপজেলা পরিষদ হলরুমে খরিপ-২ মৌসুমে প্রণোদনার আওতায় ১০৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার এবং ৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী - তানোর) আসনের নির্বাচিত মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার মো: আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের সরকার, কৃষিজীবিদের সরকার বলেই কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃষি চাষ আধুনিকায়নে কৃষি যন্ত্রপাতি এখন ভর্তুকি দিয়ে কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকের নিকট হস্তান্তর করা হচ্ছে। তিনি বলেন খরিপ-২ মৌসুমে প্রণোদনার আওতায় ১০৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার এবং ৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হলো। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশের এক ইঞ্চি জমি ও যেন পড়ে না থাকে সে জন্য আমাদের সকলকেই নজর দিতে হবে। পরিশেষে তিনি এ দেশকে দারিদ্রের হাত থেকে রক্ষার জন্য সবাইকে বেশি বেশি চাষাবাদ করে খাদ্য উৎপাদনের আহবান জানান ।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষাণ-কৃষাণী এবং কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ প্রায় ১১৫০ জন উপস্থিত ছিলেন ।