Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ডিসেম্বর ২০১৫

কালকিনিতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও ফল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2015-11-29

বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও ফল চাষের ওপর দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ২৭ নভেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের কৃষি সহায়ক প্রকল্পের আর্থিক সহযোগিতায় এবং ডিএই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার হরিদাস শিকারী, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার বিধান রায় প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশে এখন খাদ্যের অভাব নেই ঠিক; কিন্তু পুষ্টির ঘাটতি আছে। গ্রামের নিম্ন আয়ের মানুষও পেটভরে ভাত খায়। তবে তারা যা খায় সেগুলো সুষম কী না তা অনেকেই ভাবে না। অথচ এ অঞ্চলের অধিকাংশ বসতবাড়ির জমি পতিত পড়ে থাকে, যেখানে সবজি ও ফল চাষের যথেষ্ঠ সুযোগ আছে। তাই এসব জমি আবাদের আওতায় আনতে হবে। এতে করে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা মিটবে পক্ষান্তরে বাড়তি ফসল বিক্রি করে পাওয়া যাবে প্রচুর অর্থ। এ বার্তা প্রতিটি বসতবাড়িতে পৌঁছে দেয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে প্রকল্পের সুবিধাভোগী ৩০ জন কৃষাণ-কৃষাণি হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।