গত ১২সেপ্টেম্বর/২০২০ খ্রিঃ নাটোর জেলার সিংড়া উপজেলা পরিষদ চত্বরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় শাকসবজি ও মাসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব এড. জুনাইদ আহ্মেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মোছা: জান্নাতুল ফেরদৌস। আর এই অনুষ্টানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: রকিবুল হাসান। প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিংড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তার সাথে বাড়ছে খাদ্য চাহিদা কিন্তু আবাদী জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা মেটানোর জন্য অল্প জমি থেকে অধিক উৎপাদন করতে হবে। দেশ এখন দানাদার খাদ্যে স¦য়ংসম্পূর্ণ তবে পুষ্টি নিরাপত্তা অর্জনের জন্য ধানের পাশাপাশি শাকসবজি এবং ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি মাটিতে আমাদের ফসল ফলাতে হবে যাতে করোনাকালীন পরিস্থিতে কোন প্রকার খাদ্য সংকট না হয়। তিনি শস্য বহুমূখীকরণ এবং বানিজ্যিক ভিত্তিতে চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, খাদ্য-পুষ্টি ও প্রোটিন এর চাহিদা বাড়াতে ধান ফসলের পাশাপাশি ডাল জাতীয় ফসলের আবাদ বাড়াতে হবে। সে জন্যে এই প্রনোদনার বীজ ও সার সঠিকভাবে যেন ব্যবহার হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলকে আহবান জানান। এছাড়াও মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ভাইদের এগিয়ে আসার জন্যও তিনি উদাত্ত¡ আহবান জানান।
এই অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজি, মাসকালাই বীজ ও রাসায়নিক সার এবং দুইটি করে গাছের চারা বিতরণ করা হয়। সে হিসেবে প্রতিজন কৃষককে ০৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপি সার সহ লাল শাক-৫০ গ্রাম, ডাটা শাক-৫০ গ্রাম, কলমি শাক-৫০ গ্রাম, মূলা শাক-১০০ গ্রাম, পুইশাক-৫০ গ্রাম, পালং শাক-১০০ গ্রাম, শসা-০৩ গ্রাম, লাউ-০৫ গ্রাম, মিষ্টিকুমড়া-০৫ গ্রাম, করলা-১০ গ্রাম, মরিচ-০২ গ্রাম, বরবটি-১০ গ্রাম, সীম-৫০ গ্রাম, শাক সবজি ও মাসকালাই বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক জন উপস্থিত ছিলেন। আর উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ কার্তিক চন্দ্র।