Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০২১

কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্রে কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কৌশল সম্পর্কে কৃষক প্রশিক্ষণ কর্মসূচি


প্রকাশন তারিখ : 2021-03-14
 
 
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর আয়োজনে এবং কীটতত্ত বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) গাজীপুর এর আর্থিক সহযোগীতায়, বারি, কুমিল্লা এর হলা রুমে ০৮/০৩/২০২১ থেকে ৯/০৩/২০২১ তারিখ পর্যন্ত, ‘ফল ও শাকসবজির ক্ষতিকারক পোকামাকড় ব্যবস্থাপনায় কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. নির্মল কুমার দত্ত, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত¡ বিভাগ (বারি), গাজীপুর । সভাপতিত্ত¡ করেন- ড. মো. হায়দার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, শাসনগাছা, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা; ড. মো. সুলতান আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত¡ বিভাগ (বারি), গাজীপুর; ড. এ.কে.এম জিয়াউর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,  কীটতত্ত¡ বিভাগ (বারি), গাজীপুর; সঞ্চালনা করেন- ড. মো. দেলোয়ার হোসেন প্রধান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত¡ বিভাগ (বারি) গাজীপুর। প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন- যে কোন ফসল উৎপাদনের সময় বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই দ্বারা ফসল আক্রান্ত হয়ে থাকে। এসব ফসল রক্ষা করার জন্য আমরা বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে থাকি। যা বানব দেহের জন্য এবং পরিবেশ ও মাটির জন্য হুমকি স্বরুপ। জৈব বালাইনাশক ব্যবহার করেও ফসল ফলানো সম্ভব। আর যদি কীটনাশক ব্যবহার করতেই হয় তাহলে নিরাপদ ভাবে ব্যবহারের আধুনিক কৌশলগুলো প্রয়োগ করতে হবে।