সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ২৮/০৪/২০২০ খ্রি: রোজ মঙ্গলবার ব্রি ধান ৮৯ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আজিজুল হক, উপজেলা কৃষি অফিসার, জামালগঞ্জ, সুনামগঞ্জ। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষকগণ ব্রি ধান ৮৯ এর বীজ উৎপাদন ও মাঠ পরিদর্শণ করেন। ব্রি ধান ৮৯ এর ফলন দেখে কৃষকগণ এ ধান চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।
নমুনা শস্য কর্তনের আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার মহোদয় বলেন, ব্রি ধান ৮৯ বোরো মৌসুমে অত্যন্ত সম্ভাবনাময় জাত, জীবনকাল কম ও ফলন বেশি। আমাদের আবাদি জমি প্রতিনিয়ত কমে যাচ্ছে অন্যদিকে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে কম জমিতে বেশি পরিমাণে ধান উৎপাদন করতে হবে। ব্রি ধান ৮৯ এর গাছ শক্ত, সহজে বাতাসে হেলে পড়ে না, ছড়ায় ধানের সংখ্যা বেশি এবং চিটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে বোরো মৌসুমে এ জাতের আবাদ বৃদ্ধি করে এদেশের খাদ্য নিরাপত্তা আরও টেকসই করে বিদেশে চাল রপ্তানী করা সম্ভব। বর্তমান কৃষি বান্ধব সরকারের আন্তরিক সহযোগিতায় কৃষি ও কৃষকের উন্নয়ন কার্যক্রম আরোও গতিশীল হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা হবে টেকসই। উৎপাদনকৃত সকল ধান বীজ হিসেবে সংরক্ষণ করে কৃষকদের মাঝে বীজ বিনিময় ও বিক্রয়ের মাধ্যমে এ জাতের আবাদ সম্প্রসারণ করতে আগত সবাইকে পরামর্শ প্রদান করেন।