ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বারি সূর্যমুখী-৩ উৎপাদনের মাঠ দিবস
প্রকাশন তারিখ
: 2021-03-23
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর আয়োজনে, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায়, বারি সূর্যমুখী-৩ উৎপাদনের উপর, ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৮/৩/২০২১ তারিখে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। সভাপতিত্ত¡ করেন- ড. মো. মুক্তার হোসেন ভ‚ইয়া, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ড. মোহাম্মদ সোলায়মান তালুকদার, উপপরিচালক, বিএডিসি, ব্রাহ্মণবাড়িয়া।
মাঠ দিবসে বক্তারা বলেন- তেল জাতীয় ফসলের মধ্যে সূর্যমুখী অন্যতম। এটি পরিবেশ বান্ধব ফসল। সূর্যমুখীর ফুল দেখতে আকর্শণীয় হওয়ায় এ ফুল মানুষের মনের প্রফুল্লতাকে বাড়িয়ে তোলে। ফুটন্ত ফুলের জমি যে কোন মানুষকে মোহিত করে। যা মানুষের দেহ মনকে সুস্থ্য রাখতে দারুন কাজ করে। বিদেশ থেকে আমদানীকৃত অজানা অনিশ্চিত তেল খেয়ে আমরা প্রতি মুহুর্তে নানা অজানা রোগে আক্রান্ত হচ্ছি। কিন্তু সূর্যমুখীর তেল মানব দেহের জন্য খুবই উপকারী যা গবেষণায় প্রমানিত। আমাদের দেশে ব্যাপক আকারে সূর্যমুখীর চাষ হলে তেলের চাহিদা পূরণের সাথে সাথে বিপুল সংখ্যক জনগণের কর্মস্থান ও বৈদেশীক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।