মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৩ আগস্ট বরিশালের কৃষি গবেষণা কেন্দ্রে ২ শ’ তাল-খেজুরের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) অমিতাভ সরকার।আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ এবং এনএসআই’র যুগ্ম পরিচালক অসিত বরণ সরকার।
এসময় প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধুর স্মরণে আজ বরিশাল বিভাগের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে একযোগে ৩৫ হাজার গাছের চারা লাগানো হলো। চলতি মাসে মোট ৩ লাখ চারা রোপণ করা হবে। রোপিত গাছের যত্ন-আত্তি করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনওয়ারুল মোনিম, এসএসও মো. রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, এসও মো. রাজিউদ্দিন, মো. মাহবুবুর রহমান, শর্মিলা দাস সেতু, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।