কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃমেসবাহুল ইসলাম ২৩ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর সচিব মোঃশফিকুল আহম্মদ ও বিএডিসি চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে কৃষি সচিব বিজয় রেষ্ট হাউজে কৃষি মন্ত্রণালয়াধীন ফরদিপুর অঞ্চলের প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বলেন, করোনা পরবর্তীতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষি মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি মন্ত্রণালয়ের সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষি সচিব মুজিব শতবর্ষ স্মরণে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্সে একটি খাটো জাতের নারিকেলের চারা রোপন, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি ও মসলা চাষ পরিদর্শন করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, ডিএই ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর, খুলনা ও যশোর অঞ্চলের উপপরিচালকগণসহ কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।