Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০২০

উত্তম কৃষি ব্যবস্থাপনা (GAP)- একদিনের কৃষক প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2020-09-15

 

উত্তম কৃষি ব্যবস্থাপনা (GAP) এর মাধ্যমে নিরাপদ সবজি ও ফল উৎপাদন ও বাজারজাতকরন এর উপর চাষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে 10 সেপ্টেম্বর 2020 খ্রিঃ নরসিংন্দী সদর উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্য়ায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্প, ডিএই খমারবাড়ি, ঢাকা। তিনি প্রশিক্ষণে কৃষকদের উত্তম কৃষি ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রধান অথিতি উল্লেখ করেন, এক সময় শুধু শাক-সবজি ও ফলমুল উৎপাদন করাকেই গুরুত্ব দেওয়া হতো কিন্তু বর্তমানে নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য Good Agricultural Practices (GAP) এর প্রয়োগ করা অত্যন্ত জরুরী। তাছাড়া যেহেতু কর্মসূচিতে  ঢাকা ও এর পাশ্ববর্তি ৪ টি জেলাসহ মোট 5টি জেলায় কার্যক্রম চলছে তার মূখ্য কারন হচ্ছে ঢাকা শহরে যেন সহজে নিরাপদ শাক-সবজি, ফলমুল এর যোগান দেওয়া যায়। অধিকন্তু বাড়তি নিরাপদ সবজি ও ফলমূল বিদেশে রপ্তানী করে মুনাফা লাভসহ বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে।

 

উল্লেখ্য যে, বিশষ অথিতি কর্মসুচি পরিচালক, জনাব মোঃ রাজু আহমেদ “ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জ জেলায় উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফল এবং সবজি উৎপাদন, বাজারজাতকরণ কর্মসুচি” এর বিভিন্ন কারিগরি দিক বিশেষ করে জৈব সার, জৈব বালাইনাশক ফোরোমন ফাদ ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক কলা কৌশল নিয়ে আলোচনা করেন।

 

উক্ত প্রশিক্ষণে অন্যান্য প্রশিক্ষকবৃন্দ কৃষকের চাহিদা ভিত্তিক নিরাপদ সবজি ও ফলমুল চাষাবাদ ও বাজারজাতকরণ এর বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।

 

একদিন ব্যাপী এই প্রশিক্ষণে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শোভন কুমার ধর, উপপরিচালক, ডিএই, নরসিংদী। তিনি কর্মসুচির লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ি বিভিন্ন ধরনের প্রদর্শনীসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রধান করেন। কর্মসুচির সফলতা এবং কৃষি ও কৃষকের সমৃদ্ধির কামনা করে মূল্যবান বক্তব্য প্রদান করেন। 

 

এছাড়াও উক্ত প্রশিক্ষণে, সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মুহাম্মদ আবদুল হাই, (প্রাক্তন উপজেলা কৃষি অফিসার, নরসিংদী সদর ) ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মহুয়া শারমিন মুনমুন, উপজেলা কৃষি অফিসার , নরসিংদী সদর, নরসিংদী।