Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ সেপ্টেম্বর ২০২০

পরিবেশ বান্ধব কৌশলের মাধমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কর্মশালা ২০২০ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-09-06

 

বুড়িরহাট হর্টিকালচার সেন্টার সম্মেলন কক্ষে গত ২৫-২৬ আগষ্ট’২০ পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় দুইদিনব্যাপী উপজেলা পর্যায়ের ৩০ জন কর্মকর্তা নিয়ে পরিকল্পনা ও পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় । এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মো: সরওয়ারুল হক । এছাড়া উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো: আফতাব হোসেন, কৃষি তথ্য সার্ভিস রংপুর অঞ্চলের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ড. মুহ: রেজাউল ইসলাম এবং প্রকল্পের মনিটরিং কর্মকর্তাদ্বয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ মো: সালাউদ্দীন সরদার । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিরাপদ ফসল উৎপাদন বর্তমান সময়ের দাবি যা কৃষি সম্প্রসারণ বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । মান সমপন্ন বীজ ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষা, মেকানিক, যান্ত্রিক এবং জৈবিক কৌশলের মাধমে নিরাপদ ফসল উৎপাদনের ওপর তিনি গুরুত্বারোপ করেন । তিনি আরো বলেন যে, এই প্রকল্প এর মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে বেশ অবদান রাখবে বলে তার দৃঢ় বিশ্বাস ।