Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জানুয়ারি ২০১৬

নোয়াখালী সদর উপজেলায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন


প্রকাশন তারিখ : 2016-01-06

নোয়াখালী সদর উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নস্থ বটতলায় ৫ জানুয়ারী ২০১৬, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পশ্চিম মাইজদী (বটতলা) কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র। এ উপলক্ষ্যে কেন্দ্রটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্ভোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. বছির উদ্দিন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রণব ভট্টাচার্য, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী এবং কৃষিবিদ আবদুর রশীদ, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, পাঁচগাছিয়া, ফেনী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ মো. জালাল উদ্দিন, জেলা প্রশিক্ষন অফিসার, নোয়াখালী ; কৃষিবিদ মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, নোয়াখালী সদর এবং কৃষিবিদ আবু কাউসার মো. সারোয়ার, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, চট্টগ্রাম। বক্তারা তাদের বক্তব্যে এআইসিসি কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সরবরাহকৃত আইসিটি সামগ্রী ব্যবহারের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সর্ম্পকিত তথ্যাদি গ্রহন ও বিস্তারের জন্য কেন্দ্রের সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়া সরবরাহকৃত আইসিটি সামগ্রী সঠিকভাবে রক্ষনাবেক্ষন ও আয়বর্ধনমূলক কাজে ব্যবহারের মাধ্যমে কৃষকদের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনে যত্নবান হবার পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. বছির উদ্দিন তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের পথে সহায়তা করার জন্য প্রদানকৃত আইসিটি সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি দ্রুততার সাথে গ্রহন ও বিস্তার সম্ভব হলে তা একদিকে যেমন টেকসই খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে এবং  সে সাথে কৃষকের উৎপাদন খরচ ও ঝুঁকি কমিয়ে এনে খরপোষ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রূপান্তরের বর্তমান ধারাকে আরও বেগবান করবে।