Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০১৫

বিএআরআইতে আইএপিপি প্রকল্পের অগ্রগতি শীর্ষক কেন্দ্রীয় পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2015-09-17

১৬ সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর-এর সেমিনার কক্ষে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রজেক্ট (বারি অংগ)-এর  অগ্রগতি শীর্ষক কেন্দ্রীয় পর্যালোচনা কর্মশালা ২০১৪-১৫ অনুষ্ঠিত হয়। ড. মো. রুিফকুল ইসলাম মন্ডল, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান।

প্রধান অতিথি কৃষি বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, কৃষির উন্নত জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন জাত আবিষ্কারের মাধ্যমে কৃষকের উপযোগি ফসল মাঠে দিতে হবে, যেন কৃষক লাভবান হয়। সেই সাথে একই ফসলে বিভিন্ন ভিটামিন ও মিনারেল জাতীয় পুষ্টি কিভাবে পাওয়া যায় সে ধরনের নতুন জাত আবিষ্কারে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে আহবান জানান।

 

কর্মশালার মূল বিষয়বস্তু সম্পর্কে স্বাগত বক্তব্য দেন ড. মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক ও ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর, কন্দাল ফসল বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। অনুষ্ঠানে বিএআরআই-এর সদরদপ্তর ও আঞ্চলিক পর্যায়ের কৃষি বিজ্ঞানীগণ অংশগ্রহন করেন।