Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০২০

পবা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে উদ্ভিজ বালাইনাশক ও বিভিন্ন উপকরণ বিতরণ


প্রকাশন তারিখ : 2020-11-16

 

২০২০-২১ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে “আইপিএম মডেল ইউনিয়ন” স্থাপনের লক্ষ্যে গত ১৫/১১/২০২০ ইং তারিখে কৃষক-কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ  মো: সিরাজুল ইসলাম।  অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক এর কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: খয়ের উদ্দিন মোল্লা, রাজশাহী উপপরিচালক এর কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো: আমিরুল ইসলাম। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা  উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা । 

 

প্রধান অতিথি  বলেন, কৃষির আধুনিকায়নে কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকের নিকট বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। জৈব উৎস বিশেষ করে উদ্ভিদ/উদ্ভিদাংশ থেকে উৎপন্ন বালাইনাশক অর্থাৎ  জৈব বালাইনাশক আমাদের ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন আমাদের দেশ আয়তনে ছোট হলেও উদ্ভিদ বৈচিত্রে খুবই সমৃদ্ধ। আবহমানকাল থেকেই মানুষের স্বাস্থ্য সেবায় গাছ-গাছালি ব্যবহৃত হয়ে আসছে। এমনকি কৃষি ফসল উৎপাদন ও সংরক্ষণেও গাছ-গাছড়ার ব্যবহার অনেক দিনের। সবুজ বিপ্লবের হাত ধরে ফসল উৎপাদনে বিপ্লব ঘটলেও রাসায়নিক উপকরণ বিশেষ করে রাসায়নিক বালাইনাশক যথেচ্ছ ব্যবহারে আমরা সতর্ক নই । রাসায়নিক কৃষি উপকরণের এলোপাথাড়ি ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়ায় জলে, স্থলে, অন্তরকক্ষে বাড়ছে দুষণের মাত্রা। জনস্বাস্থ্য হচ্ছে মারাত্বক হুমকির সম্মুখীন। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সারা পৃথিবীতে এখন জৈব কৃষির প্রতি আগ্রহ বাড়ছে। সে ধারাবাহিকতায় বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ব্যবহারে উপস্থিত সকল কৃষক-কৃষাণীদের উৎসাহিত করেন। পরিশেষে ৫০০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন সবজির চারা , ফেরোমন ট্যাপ, হলুদ ট্যাপ, সাদা ট্যাপ, উদ্ভিজ জৈব বালাইনাশক , কীটনাশক ও বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

  

অুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ প্রায় ৫৫০ জন  উপস্থিত ছিলেন ।