বাংলাদেশের কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বারি) কর্তৃক বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের সম্মেলন কক্ষে সিলেট অঞ্চলের ‘আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী’ প্রণয়ন কর্মশালা ২০২০; ২৭-২৮ জুন ২০২০ দুই দিন ব্যাপী এক রিভিউ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুটি সেশনে সম্পন্ন হয়। প্রথমে কারিগরী সেশনে সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়। পরবর্তীতে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক শ্রীনিবাস দেবনাথ, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন বর্তমানে মহামারী করোনাকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত কৃষির জন্য এক বিরাট চ্যালেঞ্জ। তাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের কৃষির কার্যক্রম চালিয়ে যেতে হবে আর এ স্থানেই গবেষণা কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুন নতুন জাত উদ্ভাবনসহ সিলেট অঞ্চলের আবহাওয়া উপযোগী ফসলের চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আতংকিত হব না বরং আমরা সতর্ক থাকব। আমরা কৃষকের পাশে থাকব, কৃষকের জন্য কাজ করব। আমাদের এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। গবেষণা, সম্প্রসারণ আর কৃষকের সমন্বিত প্রচেষ্টায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সহ খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়াও কর্মশালার সভাপতির দাযিত্ব পালন করেন ড. মো. রফি উদ্দিন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বি.এ.আর.আই, আকবরপুর, মৌলভীবাজার। সঞ্চালক হিসেবে ছিলেন সিলেট অঞ্চলের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজুরুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ কুমার অধিকারী, অধ্যক্ষ, এটিআই, খাদিমনগর, সিলেট।
কর্মশালার ডিএই, বারি, সাইট্রাস গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, বিনা, ব্রি সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাসহ কৃষক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।