কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর আয়োজনে, ২৯/০৫/২০২২ তারিখে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা এর প্রশিক্ষণ হলরুমে, কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের সংস্থার প্রধানগণ, কৃষি তথ্য কেন্দ্রের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।ফসলের নতুন জাত, আধুনিক প্রযুক্তি, বানিজ্যিক কৃষি, নিরাপদ কৃষি উৎপাদন, বাজারের চাহিদা ও পুষ্টি চাহিদামত ফল, সবজি এবং নানা প্রকার ফসল উৎপাদন বিষয়ে কৃষি তথ্য প্রচারের মাধমে দেশের সকল কৃষক সহ সর্বস্তরের জনগন কৃষি উৎপাদনে আগ্রহী হয়ে দেশের কল্যাণে উদ্যোক্তা হয়ে কাজ করার সক্ষমতা অর্জন করা সেমিনারের উদ্দেশ্য।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে বক্তব্য রাখেন- কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়, পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- কৃষিবিদ মোঃ মুশিউল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা।
সভাপতির বক্তব্য রাখেনে-কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পরিচলালক (ভা:প্রা:), ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, উপরিচালক, হর্টিকালচার সেন্টার, কুমিল্লা; ড. মোঃ রফিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা; কৃষিবিদ সাহনাজ রহমান, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়; ড. মোঃ আমানুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক। অনুষ্ঠানের সার্বিক সহযোগতিায় ছিলেন- মোঃ মহসিন মিজি, উপসহকারী কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।