কৃষিতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর এর বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর সহযোগীতায়, ‘‘কৃষিতত্ত্ব ব্যবস্থাপনার মাধ্যমে ফসল ধারার উন্নয়ন’’ শীর্ষক আরএআরএস, কুমিল্লা এর হল রুমে, ২৪/৩/২০২১ তারিখে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. মো. দিলোয়ার আহমেদ চৌধুরী, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, কৃষিতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ড. মো. আবুল খায়ের মিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিতত্ত¡ বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর; ড. মো. হাবিবুর রহমান তুহিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই, কুমিল্লা। সভাপতিত্ত¡ করেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। কারীগরী সহযোগীতায় ছিলেন- কৃষিবিদ মো. মহিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। সঞ্চালনা করেন-ড. মো. আইউব হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা।
প্রশিক্ষণে বিজ্ঞানীরা বলেন- কৃষি বান্ধব সরকারের টেকসই পরিকল্পনায় গবেষণার হাত ধরে বাংলাদেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণ। তবে পুষ্টি নিরাপত্তায় আমরা এখন পিছিয়ে আছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একই জমিতে একাধিক ফসলের চাষ বাস্তবায়ন হলে পুষ্টির ঘাটতি মিটানো সম্ভব। শুধু তাই নয় এ পদ্ধতি ব্যবহার করে একজন কৃষক এক মৌসুমেই আর্থিকভাবে অধিক মুনাফা অর্জন করতে পারবে। তাই অধিক ফসল উৎপাদনের কৌশল সম্পর্কে কৃষকদের দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।