মহামারী করোনায় আক্রান্ত অর্থনীতিকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নানামূখী কর্মসূচী গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোরের উদ্যোগে বিনামূল্যে দেড় লাখ সবজির চারা বিতরনের কার্যক্রম শুরু হয়েছে।
পারিবারিক সবজি চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কর্মসূচী প্রসঙ্গে যশোরের উপপরিচালক কৃষিবিদ ড.আক্তারুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে জেলার প্রতিটি উপজেলায় ৪শত কৃষককে সবজির চারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সদর উপজেলায় ৫০ হাজার, অভয়নগরে ২৫ হাজার, মনিরামপুরে ১৫ হাজার, কেশবপুরে ১০ হাজার, ঝিকরগাছায় ১২ হাজার, বাঘারপাড়ায় ১০ হাজার, চৌগাছায় ১০ হাজার ও শার্শায় ২০ হাজার সবজির চারা বিতরন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি আরো বলেন, চারার সাথে প্রত্যেক কৃষককে ২৫ গ্রাম করে লালশাক, ডাঁটাশাক, পুঁইশাক ও ঢেড়সের বীজ দেওয়া হবে। কর্মসূচীর আওতায় বিতরণকৃত কৃষকের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
যশোর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ্ বলেন, যশোর পৌরসভায় ২০ থেকে ২৫ হাজার সবজির চারা বিতরনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এক্ষেত্রে ছাদ কৃষিকে গুরুত্ব দেওয়া হবে। যারা ছাদে চাষ করতে আগ্রহী তাদেরকে চাহিদামত চারা সরবরাহ করা হবে। এছাড়া আগ্রহী অন্যান্য কৃষকদের বিনামূল্যে সবজির চারা বিতরন করা হবে। কেবল বিনামূল্যেই নয় ফোন করলে আগ্রহী ব্যক্তির বাড়িতে চারা পৌঁছে দেবে উপজেলা কৃষি অফিস । তিনি আরোও বলেন,আগ্রহী একজনকে সর্বোচ্চ ১০টি করে চারা দেওয়া হবে, অতিরিক্ত চারা যাতে নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। যশোর সদর উপজেলায় মোট ৫০ হাজার সবজির চারা বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলে তিনি জানান।