Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৬

শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপি মৌ-মেলা ২০১৬


প্রকাশন তারিখ : 2016-02-23

মৌমাছির মাধ্যমে ফুলের পরাগায়ন, বনজ, ফলদসহ বিভিন্ন কৃষিজ ফসলের উৎপাদন  বৃদ্ধি এবং মধু আহরনের মাধ্যমে আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপি মৌ-মেলা ২০১৬। মেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি ২০১৬ হতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ২১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে কৃষি সচিব জনাব আনেয়ার ফারুক এ তথ্য জানান। সচিব বলেন, মেলার মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড ও কৃষিভিত্তিক শিল্প হিসেবে মৌ-চাষকে জনপ্রিয় করাসহ রফতানি পণ্যের তালিকায় মধুর পরিমাণ বাড়ানো সম্ভব হবে। চাষিদের উদ্বুদ্ধুকরণ করে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলায় আগত দর্শণার্থীরা আধুনিক পদ্ধতিতে মৌ-চাষ, আয় বৃদ্ধি, পুষ্টিমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এ দারিদ্র্য-বিমোচনের বিষয়ে জানতে পারবেন। মেলার পাশাপাশি মধু চাষে উৎসাহিত করতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর অডিটরিয়ামে সেমিনার আয়োজন করা হবে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিসিক ও এলজিইডি তাদের কর্মকান্ডের ওপর পেপার উপস্থাপন করবেন। মেলার আগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করা হবে। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান বলেন, সরিষা, ধনিয়া, কালোজিরা, তিল, আম, পেয়াজের ফুল, লিচু ও সূর্যমুখী হতে সহজে মধু আহরন করা যায়। মৌ চাষ সম্পর্কে ১৪ জেলার উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার ও উপসহকারি কৃষি অফিসার  মটিভেশনাল ট্যুর করা হয়েছে। সরিষা চাষে প্রনোদনাসহ ১২০ জন ক্যাডার অফিসারকে প্রশিক্ষক-প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়েছে। বিসিকের সাথে মৌচাষ বিষয়ে চুক্তি করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এ মেলার মাধ্যমে মধু ক্রয়কারী প্রতিষ্ঠান, মৌচাষি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর সাথে যৌগসূত্র তৈরী হবে।  


রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ  চত্বরে এ  মেলার উদ্বোধন করা হবে। উল্লেখ্য, ৩ দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে মৌ-চাষি, কৃষি সংশ্লিস্ট প্রতিষ্ঠানসমূহসহ বিসিক, এলজিইডি, প্রাইভেট উদ্যোক্তাগণ অংশগ্রহন করবেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্যে উম্মুক্ত থাকবে।