Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ অক্টোবর ২০২০

চুনারুঘাটে দিন ব্যাপী উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষক কৃষাণী প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2020-10-22

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষক কৃষাণীদের নিয়ে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ অক্টোবর ২০২০খ্রি: সকাল ১০টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব জালাল উদ্দীন সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব কুতুব উদ্দিন।


জানাযায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (তৃতীয় পর্যায়) এর আওতায় দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


এ সময়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন স্থান থেকে কৃষি কাজে আগ্রহী প্রায় ৬০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত প্রশিক্ষকগণ কৃষি কাজে ব্যবহৃত উন্নত প্রযুক্তিসমূহ ব্যবহারের দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এতে কৃষক কৃষানীগণ কৃষি কাজে উৎসাহ পেয়েছেন এতে যেমন কর্মসংস্থান হচ্ছে তেমনি বেকারত্ব দূর হচ্ছে। দিনব্যাপী এই কর্মসূচী সম্পন্ন হয়।