১৫ আগস্ট ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষ্যে সকালে কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে খামারবাড়িস্থ সদর দপ্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক পরিচালক কৃষিবিদ ড. মো. নুরুল ইসলাম। তথ্য অফিসার (পিপি) কৃষিবিদ মো. জাকির হাসনাৎ এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়ুয়া, উপপরিচালক (গণযোগাযোগ) কৃষিবিদ মো. রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সবাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কৃষিবান্ধব বর্তমান সরকারের উন্নয়ন অভিযাত্রায় নিজেকে নিষ্ঠার সাথে সংযুক্ত করা দৃঢ় অঙ্গীকার করেন। পরবর্তীতে উপস্থিত সবাই কেআইবি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এবং কেআইবিতে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে কৃষি তথ্য সার্ভিস মাসিক ‘কৃষিকথা’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। বেতার ও টেলিভিশনে বিশেষ প্রামাণ্য চিত্র/কথিকা সম্প্রচার, পোস্টার, ব্যানার, ফেস্টুন মুদ্রণ ও প্রদর্শন করেছে। ‘বঙ্গবন্ধুর কৃষি বিষয়ক বাণী’ বইটি জাতীয় শোক দিবসে বিশেষভাবে পুনর্মুদ্রিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়গুলোও দিবসটি যথাযথ মর্যদার সাথে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।