Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০১৫

বাংলাদেশে সি-উইড উৎপাদনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2015-10-07

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে  ০৭ অক্টোবর ২০১৫ তারিখে বাংলাদেশে সি-উইড উৎপাদনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব নব শ্যামল কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডয়লেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক জনাব মোহাম্মদ জাহের। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. কবির ইকরামুল হক, সদস্য-পরিচালক (মৎস্য), বিএআরসি। কর্মশালায় বঙ্গোপসাগরে সি-উইড চাষ ও চাষযোগ্য প্রজাতি, গবেষণা, খাদ্যমান, প্রক্রিয়াজাতকরণ ও বিপনন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বৈদেশিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বেসরকারি উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেজ্ঞগণসহ ৮০ জন অংশগ্রহনকারি উপস্থিত ছিলেন।