Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২১

খুলনার দৌলতপুরে বীজ প্রত্যয়ন এজেন্সির দিনব্যাপী রিভিউ সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-03-22

 

কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির ২০২০-২১ অর্থ বছরে বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এক রিভিউ সেমিনার ২১ মার্চ খুলনার দৌলতপুরস্থ ডিএই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন।
 
                             

এ সময়ে তিনি বলেন,স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষির উৎপাদন বাড়াতে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষি উৎপাদনের মূল হাতিয়ার মানসম্পন্ন বীজের উৎপাদন ও কৌলিক গুণাগুন বজায় রাখতে স্বাধীনতার মহান স্থাপতি ১৯৭৪ সালের ২২ জানুয়ারী বীজ প্রত্যায়ন এজেন্সি প্রতিষ্ঠা করেছিলেন। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি উৎপাদনের ধারাকে অব্যাহত রাখতে প্রতি ইঞ্চি জমির ব্যবহারে আহব্বান জানিয়েছেন।

                               

তিনি আরো বলেন, সরকার মান সম্পন্ন বীজ উৎপাদন ও বিপনন কার্যক্রম পরিচালনা করতে বদ্ধ পরিকর। কৃষক যাতে ভেজাল বীজ দ্বারা প্রতারিত না হয় সেজন্য বীজ প্রত্যয়ন এজেন্সি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে বীজ মার্কেট মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। তিনি বীজের বিশুদ্ধতা বজায় রাখতে উৎপাদকসহ সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করেন।

                               

খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ঝন্টু কুমার সাহা এ সেমিনারে সভাপতিত্ব করেন। বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিসুল কবীর, বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোঃ লিয়াকত আলী। 

                                 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,  যশোর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল কাদের। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাগুরা জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. মোঃ মোর্শারফ হোসেন। দিনব্যাপী এ রিভিউ সেমিনারে ডিএই, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানসহ বীজ উৎপাদক, বীজ ডিলার, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন এজেন্সি এ রিভিউ সেমিনারের আয়োজন করে।