Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২১

সদর দক্ষিণ উপজেলায় বিনা সরিষা-৯ এর প্রচার ও বিনাধান-১৪ এর চারা বিতরণ


প্রকাশন তারিখ : 2021-03-04

 

 

 
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সদর দক্ষিণ উপজেলার আয়োজনে, বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চফলনশীল সরিষার জাত বিনাসরিষা-৯ এর প্রচার ও চার ফসলের সম্প্রসারণের লক্ষে, সদর দক্ষিণ, রামচন্দ্রপুর গ্রামে ৩/০৩/২০২১ তারিখে মাঠ দিবস ও কৃষকদের মাঝে বিনাধান-১৪ এর চারা বিতরণ করা হয়।
 
মাঠ দিবসে- ড. মোহাম্মদ আশিকুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা উপকেন্দ্র, কুমিল্লা এর সভাপতিত্বে জুম এপের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা কৃষি অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা; কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন-  মোসাম্মৎ আমেনা খাতুন, উপসহকারী কৃষি অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা। মাঠ দিবসে বক্তারা বলেন- বিনা সরিষা-৯ জাতটি অল্টারনারিয়া জনিত পাতা ও ফলের ঝলসানো রোগ এবং সাময়িক জলাবদ্ধতা সহনশীল। বীজের রং লালচে কালো ও বীজে তেলের পরিমান ৮৩% এবং ৭৫-৮০ দিনে ফসল ঘরে তোলা যায়।