করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ব ব্যাপী নানা প্রকার কার্যক্রম থমকে আছে। এমন অবস্থায়ও মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে, কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা কর্তৃক আয়োজিত ‘করোনাভাইরাস মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক’ ৩-৪ জুন/২০২০ তারিখে, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল এর প্রশিক্ষণ হলে, দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
করোনাকালীন সময়ে কিভাবে স্বাস্থ্য বিধি মেনে অধিক ফসল উৎপাদন করা যায় তা বাস্তবায়নের জন্য কৃষকদেরকে অবহিত করা প্রশিক্ষণের উদ্দেশ্যে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কৃষিবিদ আবুল কালাম আজাদ ভূজ্ঞা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কৃষিবিদ সুরজিত চন্দ্র দত্ত, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা। সভাপতিত্ব করেন-কৃষিবিদ আমজাদ হোসেন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, কুমিল্লা। প্রশিক্ষক হিসেবে ছিলেন- কৃষিবিদ মো. শহীদুল হক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ডিএই, কুমিল্লা এবং গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রধানগণ।