Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০১৫

সিংড়া,নাটোরে সাতদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা/২০১৫ উদ্বোধন মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি


প্রকাশন তারিখ : 2015-08-17

গত ১৬ আগস্ট/২০১৫ সকাল ৯.৩০ টায়  সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে ৭ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা/২০১৫এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর  জেলা আওয়ামী লীগের  প্রাক্তন সভাপতি জনাব বিশ্বনাথ দাস কাশীনাথ, আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর  কমান্ডার আব্দুল ওদুদ, রাচশাগী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আশরাফুল ইসলাম । এতে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদুল ইসলাম ।

উদ্বোধনীর শুরুতে সূধীবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে এবারের প্রতিপাদ্য “ দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” ও ফলদ বৃক্ষ মেলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসেন । তিনি এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

উদ্বোধনীর প্রধান অতিথি ফলদ বৃক্ষের অবদানের কথা উল্লেখ করে বলেন, ফলদ বৃক্ষ থেকে শুধু জীবন রক্ষাকারি অক্সিজেন আমরা পেয়ে থাকি তা নয়, স্বাস্থ্য রক্ষাকারি খাদ্য, কাঠ জ্বালানী, কাগজ তৈরীর কাঁচামালসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, মাটি ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ রক্ষার কাজে আমাদের প্রতিনিয়ত কাজ করে থাকে করে । কাজেই সবাইকে ফলদ,বনজ ও ঔষুধি বৃক্ষ রোপণে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং কমপক্ষে ৩টি করে নিজ তথা দেশের স্বার্থে বৃক্ষের চারা রোপন করতে হবে। তবেই এ ধরনের মেলার স্বার্থকতা ও সফলতা আসবে। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে  মেলা পরিদর্শণ ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান ধারনা নেয়ার অনুরোধ জানান।

বিশেষ অতিথিগণ পরিকল্পিত নগরায়ন, রাস্তার ধারে ফলদ বৃক্ষের পরিবর্তে বনজ বৃক্ষ রোপন, ফসলী আইল, পুকুর পাড় ও বাঁধে তাল-খেজুর ও সুপারীর চারা রোপণ ও রোপিত বৃক্ষের যত্ম-পরিচর্যা বিষয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ আবাল-বৃদ্ধ বনিতাকে বৃক্ষ রোপণ কর্মসূচিতে এগিয়ে আসার অনুরোধ জানানএবং মেলা আয়োজনের জন্য কৃষি বিভাগের ডিডি মহোদয়কে ধন্যবাদ জানান।

সভাপতি মহোদয়, মেলাকে সৌন্দর্য ও আকর্ষনীয় করতে যাদের অবদান সেসব নার্সারী মালিকগন, মেলায় আগত অতিথিবৃন্দ, কৃষক/কৃষাণী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিসহ সকল স্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মেলাকে সাফল্যমন্ডিত করতে সকলের সহযোগীতা কামনা করেন।  

সাতদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় মেলায় সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৮টি ষ্টল স্থাপন করে তাদের নিজ নিজ বিভগের কর্মকান্ড প্রদর্শণ করে। মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা/ কর্মচারী, কৃষক/কৃষানী ও রাজনীতিবিদসহ প্রায় ২০০জন উপস্থিত ছিলেন।