ঝালকাঠির নলছিটিতে ২ হাজার ৭১ জনের কৃষিকথার গ্রাহক সংগ্রহ করেছেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি। একক প্রতিষ্ঠান হতে একদিনে এতোসংখ্যক গ্রাহক অর্জন সর্বকালের শীর্ষে। ১৭ সেপ্টেম্বর বরিশালের খামারবাড়িস্থ এডিডিএই কক্ষে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভায় গ্রাহকের এ অর্থ আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের হাতে তুলেদেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, নলছিটির কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার বলেন, কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষিকথা পত্রিকা বেশ জনপ্রিয়। এর মাধ্যমে ঘরে বসে অনেক কিছু জানা যায়। তা মাঠে প্রয়োগ করে চাষিরা হতে পারেন লাভবান। তিনি গ্রাহকের এ ধারা অব্যাহত রাখারও আশ্বাস দেন।
উল্লেখ্য, কৃষিকথা কৃষি বিষয়ক মাসিক পত্রিকা। ৮০ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। দেশের সেরা কৃষিবিদদের লেখা এ পত্রিকায় স্থান পায়। বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় ৭০ হাজার। যেহেতু সরকারি পত্রিকা, তাই ভর্তূকি দিয়ে কৃষকদের সরবরাহ করা হয়। ডাকমাশুলসহ বছরে খরচ ৫০ টাকা। এজেন্ট হলে আরো কম। মাত্র ৪২ টাকা। ২০টি পত্রিকা হলেই এজেন্ট হওয়া যায়।