Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২০

বরিশালের বানারিপাড়ায় ভার্চুয়ালে মাঠদিবস উদ্বোধন করেন বিনার ডিজি


প্রকাশন তারিখ : 2020-11-25


 


বিনাধান-১৭ সম্প্রসারণের লক্ষ্যে এক কৃষক মাঠদিবস ১৯ নভেম্বর বরিশালের বানারিপাড়া উপজেলার ইলুহারে অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। 


তিনি বলেন, বাড়তি মানুষের খাদ্যের যোগান দিতে প্রয়োজন স্বল্পকালিন ফসলের জাত ব্যবহার। এর মাধ্যমে শস্যনিবিড়তাও বৃদ্ধি পায়। এমন একটি জাত হচ্ছে বিনা ধান-১৭। ১১২-১১৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। সার ও পানি সাশ্রয়ী। রোগপোকার আক্রমণ কম। ফলনও হয় বেশ ভালো। তাই এর আবাদ বাড়ানো দরকার। 


বিনা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলম। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. শহিদুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা মার্জানা আক্তার, প্রদর্শনীচাষি  কৌশিক সরকার,  মো. নুরুজ্জামান প্রমুখ। মাঠদিবসে শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।