পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় গত ০৯ নভেম্বর/২০২১ তারিখে নাটোর হর্টিকালচার সেন্টারে মৌসুমব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাদের মাঠদিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের মান্যবর সিনিয়র সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মান্যবর মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সম্মানিত নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোঃ বখতিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত মহাপরিচালক জনাব ড. মোঃ আমজাদ হোসেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক জনাব ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ এবং কোর্স সমন্বয়ক জনাব ছাইদা আক্তার পরাগ স্যার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী ও বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক যথাক্রমে কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম ও কৃষিবিদ ইউসুফ রানা মন্ডল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক, ডিএসসিও, অতিরিক্ত উপপরিচালক, প্রকল্পের ডিপিডি, এপিডি, আইপিএম স্পেশালিষ্টবৃন্দ, সিনিয়র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, নাটোর সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার, আমন্ত্রিত কৃষক-কৃষাণী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের মান্যবর প্রকল্প পরিচালক কৃষিবিদ জনাব মোঃ আহসানুল হক চৌধুরী।
সংবাদ পরিবেশনে
মোঃ আব্দুল্লাহ-হিল-কাফি
আঞ্চলিক কৃষি তথ্য অফিসার