Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২০

বারোমাসী আম সাড়া ফেলেছে ফেনীর সোনাগাজীতে


প্রকাশন তারিখ : 2020-12-08
 
 
 
ফেনী জেলার সোনাগাজী উপজেলাস্থ সোনাগাজী এগ্রো খামারের বারোমাসী আমের জাত বারি আম-১১ এর বাগান এলাকার কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।  বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সোলাইমান এর মালিকাধীন খামারটিতে বর্তমানে প্রায় দুইশোর অধিক বারি আম-১১ এর গাছ রয়েছে। ২০০৮  সালে খামারটিতে বারোমাসী আমের  বাগান সৃজন করা হয়।  বর্তমানে কেবল নভেম্বর মাসেই এ আম বাগান থেকে প্রায় ২ টন আম বাজারজাত করা হয়েছে। খামার সংশ্লিষ্টরা জানান শীত মৌসুমে আমের বিপনন বেশ লাভজনক যেখানে এ বছর খামার থেকে সরাসরি ভোক্তাদের কাছে প্রতি কেজি আম তিনশত টাকা দরে বিক্রি হচ্ছে। শীতকালীন আমের উচ্চমূল্যের কারণে এলাকার অনেক কৃষকই এখন বারি আম-১১ চাষের প্রতি বেশ আগ্রহী। আগ্রহীরা কৃষকরা নিয়মিতভাবে সোনাগাজী এগ্রো খামার হতে সুলভ মূল্যে বারি আম-১১ এর চারা সংগ্রহ করছেন।