Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ সেপ্টেম্বর ২০২০

উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা এবং চর এলাকায় উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় কর্মশালা ২০২০ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-09-06

গত ৩০ আগষ্ট’২০ উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা এবং চর এলাকায় উদ্যান ও মাঠ  ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় কর্মশালা ২০২০ সরেজমিন গবেষণা বিভাগ, লালবাগ, রংপুর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । এই কর্মশালায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও এবং কৃষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  কৃষি  গবেষণা,গাজীপুর সরেজমিন বিভাগের প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  কৃষিবিদ ড. মো আক্কাস আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ ড. মো: জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, বর্তমান বৈশি^ক করোনাসহ বন্যা, খরা সকল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে একযোগে কাজ করার পরামর্শ দেন। তিনি আরো বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে সকল প্রণোদনা সুষ্ঠভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন । তিনি আরো বলেন যে, এই প্রকল্প এর মাধ্যমে এ অঞ্চলের রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন চরগুলোতে নানা ধরনের  উদ্যান ও মাঠ ফসলের সমাহার/সমাবেশ ঘটানোর কাজ  চলছে যেমন –গম ভুট্টা, কাউন, সরিষা, গোল আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া,পটল, করলা, পিঁয়াজ, রসুন, মরিচ, মেথি,কালোজিরা ইত্যাদি। এ প্রকল্পটি একটি সফল প্রকল্প বলেও উল্লেখ করেন তিনি।  এছাড়ও বিভিন্ন বক্তাগণ জানান যে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন ডবল করতে বাংলাদেশের চরগুলোতে যদি ক্রপ জোনিং এর মাধ্যমে কৃষি প্রযুক্তিগুলো যথাযথভাবে নিয়ে যাওয়া যায় তাহলে তা অর্জনে বিশেষ অবদান রাখবে, এতে কোন সন্দেহ নেই ।