Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০২১

কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকের আয় দ্বিগুন করতে হবে- ড. মো. আবদুর রৌফ


প্রকাশন তারিখ : 2021-03-14

 

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় দিন ব্যাপি কর্মশালায় প্রধান অতিথি জনাব ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব (পরিকল্পনা), কৃষি মন্ত্রনালয়, ঢাকা বলেন- আমাদের কৃষিকে নিরাপদ, পুষ্টিকর ও লাভজনক করতে হবে। যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকের আয় দ্বিগুণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষিকে দূর্বার গতিতে এগিয়ে নিতে হবে। আগামী বোরো ফসলকে নিরাপদে ঘরে তুলতে হবে।
৬ মার্চ ২০২১ খ্রি: তারিখে হর্টিকালচার সেন্টার, খাদিমনগর, সিলেটএর হলরুমে দিনব্যাপি কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব শ্রীনিবাস দেবনাথ, পরিচালক, (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং), খামারবাড়ি, ঢাকা; জনাব মো. বেনজীর আলম, প্রকল্প পরিচালক, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা। 


কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি; স্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিনিধি ও যন্ত্র ব্যবহারকারী কৃষক।


কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ জনাব সালাহ্উদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট। সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব দিলীপ কুমার অধিকারী, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট।